তারিখ

কুমিল্লায় এখন সময়

,বঙ্গাব্দ
Welcome To My Websites

যারা মোবাইলে বই পড়তে পছন্দ করেন. তাদের জন্য খুব সুন্দর একটিApp ইসলামী যিন্দেগী, ১৫০ জনের ও বেশি আহলে হক ওলামায়ে কেরামের ৩০০০+বয়ান ৪৫০+কিতাব, ১৪০টির ও বেশি প্রবন্ধ ,




সমস্ত প্রশংসা ঐ আল্লাহর যিনি সারা বিশ্বের মালিক এবং লক্ষ কোটি সালাম হযরত রাসূলে পাক ﷺ এর উপর।

মানুষের সুখ-শান্তি সফলতা রয়েছে একমাত্র দীনের উপর চলার মধ্যে। পাঁচটি মৌলিক বিষয়ের সমন্বয়ে দীন প্রতিষ্ঠিত।

১. ঈমান সহী করা।
২. সমস্ত ইবাদত সুন্নাত তরীকায় করা।
৩. রিযিক হালাল রাখা।
৪. মাতা-পিতা সহ বান্দার হক আদায় করা।
৫. আত্মশুদ্ধি করা।

আর আখিরী নবী মুহাম্মাদ ﷺ এর উম্মত হিসেবে দাওয়াত ও তাবলীগের নবীওয়ালা কাজ করা আমাদের স্বতন্ত্র যিম্মাদারী। উপরোল্লিখিত পরিপূর্ণ দীনী কাজের আঞ্জাম দিতে তিন সূরতে মেহনত করতে হবে।
১. তাবলীগ।
২. তালীম।
৩. তাযকিয়া।

এই তিন মেহনতকে সামনে রেখেই সাজানো হয়েছে এই App টি।
 
এই App- এ আছেঃ

- কুরআন শারীফ mp3.
- কুরআন শারীফ pdf.
- সূরা ইয়াসীন।
- সূরা আর রাহমান।
- ৩০০০ এর অধিক বয়ান।
- বাংলা ওয়াজ mp3.
- ইংলিশ লেকচার।
- উর্দূ বয়ান।
- বিশ্ব ইজতেমার বয়ান।
- তাবলীগ জামাতের।
- চরমোনাই ওয়াজ।
- ওলিপুরী হুজুরের বয়ান।
- তারেক জামিল সাহেবের বয়ান।
- কুরআনের তাফসীর।
- সহী বুখারী।
- সহী মুসলিম।
- সহী হাদীসের বাংলা কিতাব সমূহ।
- কওমী মাদরাসার সিলেবাসভুক্ত শতাধিক কিতাব।
- বেফাক বোর্ডের কিতাব/বই।
- তাবলীগ জামাতের কিতাব।
- ৪৫০ টির অধিক ইসলামী বাংলা কিতাব।
- শরী‘আতের গুরত্বপূর্ণ বিষয় সম্বলিত ১৪০ টির বেশী প্রবন্ধ।
- আঁকাবিরদের মালফুযাত।
- ১৫০ জনের বেশী হক্কানী উলামায়ে কেরামের বয়ান ও কিতাব।
- মুফতী মনসূরুল হক দা.বা. এর দারসে মানসূর ওয়েব সাইটের সমস্ত কিতাব ও বয়ান।
 
দীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে হুজুর ﷺ এবং সাহাবা রা. এর যমানা থেকে নিয়ে আজ অবধি একই ধারায় মেহনত চলছে। পৃথিবীর প্রতিটি কোণে কোণে গিয়ে মানুষের কাছে ওয়াজ-নসীহত তথা বয়ান করা, কিতাব-প্রবন্ধ লিখে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে একমাত্র ধর্ম ইসলামের পরিচয় তুলে ধরার মেহনত আজো চলমান। হক্কানী উলামায়ে কেরাম এই ধারাকে চলমান রাখতে তাবলীগ, তালীম, তাযকিয়া তিন লাইনে মেহনত করেন এবং জনসাধারণকে এই তিন লাইনের শিক্ষা দিয়ে থাকেন। তথাপী তাঁদের কারো কথায় রয়েছে তাবলীগের, কারো বা তালীমের তথা মাসআলা-মাসাইলের এবং কারো কথায় তাযকিয়ার প্রভাব বেশী। App টিতে হক্কানী উলামাদের বয়ানকে একত্র করার দ্বারা এই তিন মেহনতকে এক সুতায় গাঁথার চেষ্টা করা হয়েছে।

এপটি ডাউনলোড করুন এখান থেকে 



Share This