‘‘নূরানী ২য় শ্রেণী”
“নূরানী সিলেবাস
বিষয় সমূহ
(১) কালিমা ও আসমাউল হুসনা (মৌখিক)
(২) কুরআন মাজীদ ও তাজভীদ (মৌখিক)
(৩) আদইয়ায়ে সলাহ্ ও মাসআলাহ (মৌখিক)
(৪) হাদীস শরীফ ও আদইয়ায়ে মাসনূনাহ (মৌখিক)
(৫) আরবী লেখা। (লিখিত)
(৬) বাংলা (লিখিত)
(৭) গণিত (লিখিত)
(৮) ইংরেজী (লিখিত)
প্রত্যেক মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাতে হলেনূরানী শিক্ষা ঘরে ঘরে পৌছাতে হবে।
আল্লামা কারী বেলায়েত হসাইন রহ,
এক নজরে এক বছরের সিলেবাস
বিষয় সমূহ:
কালিমা ও আসমাউল হুসনা (মৌখিক)
১ম সাময়িক পরীক্ষা
কালিমা :
চারটি কালিমা অর্থসহ লেখার মাধ্যমে শেখা।
আসমাউল হুসনা : আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর তা'য়ালার ৯৯নাম সম্পর্কিত হাদীস শরীফ,
কুরআনের আয়াত, এবং আসমাউল হুসনারশুরু থেকে الوهاب পর্যন্ত লেখার মাধ্যমে শেখা।
২য় সাময়িক পরীক্ষা
কালিমা :
পূর্ব পাঠের পূনরালোেচনা
আসমাউল হুসনা :
الرزاق থেকে الباطن পর্যন্ত লেখার মাধ্যমে শেখা এবং পূর্ব পাঠের পূনরালােচনা।
বার্ষিক পরীক্ষা
কালিমা :
পূর্ব পাঠের পূনরালোেচনা।
আসমাউল হুসনা :
الوالي থেকে শেষ পর্যন্ত লেখার মাধ্যমে শেখা
এবং পূর্ব পাঠের পূনরালােচনা।
বিষয়: কুরআন মাজীদ ও তাজভীদ (মৌখিক)
১ম সাময়িক পরীক্ষাকরআন মাজীদ :
'সূরা ইয়াসিনের' প্রথম ৪ মুবীন লেখার মাধ্যমেশেখা।
এবং সূরা ফীল থেকে সুরা নাস পর্যন্ত সূরাগুলো লেখার মাধ্যমে দাউর দেওয়া।
তাজভীদ :
তিন আলিফ ও চার আলিফ মাদ্দ বিস্তারিত লেখার মাধ্যমে শেখা,
এবং মীম সাকিনসহ প্রথম শ্রেণিতে পঠিত তাজভীদগুলাে পূনরালােচনা করা।
২য় সাময়িক পরীক্ষাকুরআন মজীদ : মুখস্থঃ- (ক)
সূরা ইয়াসিনের ৫ম মুবীন থেকেশেষ পর্যন্ত
সূরায়ে ওয়াকেয়ার ১নং আয়াত থেকে ৭৬ পর্যন্ত লেখার মাধ্যমে শেখা,
(খ) নাজেরাঃ-
সূরা দোহা থেকে সূরা হুমাযাহ পর্যন্ত সুরাগুলাে নাজেরা শেখা এবং পূর্বপাঠের পূনরালোাচনা।
তাজভীদ : পূর্বপাঠের পূনরালোেচনা।
বার্ষিক পরীক্ষা
কুরআন মাজীদ : (ক) মুখস্থঃ-
সূরায়ে ওয়াকেয়ার ৭৭নং আয়াতথেকে শেষ পর্যন্ত
এবং সূরা মুলক লেখার মাধ্যমে শেখা
এবং পূর্বপাঠের পূনরালোচনা।
(খ) নাজেরাঃ-
সূরা সাজদাহ ও সূরা ফাতাহ দেখে দেখে তেলাওয়াত শেখা,
পূর্ব পাঠের পূনরালোচনা।||
তাজভীদ :
পূর্বপাঠের পূনরালোচনা।
বিষয়: আদঃ সলাহ ও মাসআলাহ (মৌখিক
১ম সাময়িক পরীক্ষা
আদঃ সলাহ :
তাশাহহুদ, দূরূদে ইব্রাহীম, দু আয়ে মাসূরা লেখার মাধ্যমে শেখা,
এবং প্রথম শ্রেণিতে পঠিত নামাযের দু'আ গুলাে লেখার মাধ্যমে পূ্নরালেোাচনা করা।
মাসআলাহ্ :
দুই রাকাত নামাযে ৬০টি মাসআলাহ্ আমলিভাবেভালােভাবে মুখস্থ করা
এবং প্রথম শ্রেণিতে পঠিত মাসআলাহ গুলােকেপূনরালােচনা করা।
২য় সাময়িক পরীক্ষাআদঃ
আদিয়ায়ে সালাহ : দু'আয় কুনুত লেখার মাধ্যমে শেখা এবং পূর্বপাঠের পূনরালােচনা করা।
মাসআলাহ্ :
পূর্ব পাঠের পূনরালোচনা করা
বার্ষিক পরীক্ষা
আদঃ
আদইয়ায়ে সালাহ :
পূর্ব পাঠের পূনরালোচনা করা।
মাসআলাহ্ :
পূর্ব পাঠের পূনরালোচনা করা।
বিষয়: হাদীস শরীফ ও আদঃ মাসনুনাহ (মৌখিক)
১ম সাময়িক পবীক্ষা
হাদীস শরীফ :
৩১নং থেকে ৩৫নং পর্যন্ত হাদীস শরীফ ভালভাবে শেখা
এবং পূনরালােচনা করা।
আদঃ মাসনূনাহ: ১নং দু'আ থেকে ১০নং দু'আ পর্যন্ত ভালভাবে মুখস্থ করা
২য় সাময়িক পরীক্ষা
হাদীস শরীফ :
৩৬নং থেকে ৪০নং পর্যন্ত হাদীস শরীফ ভালভাবে শেখা, এবং পূর্ব পাঠের পূনরালোচনা।
আদঃ মাসনূনাহ :
১১নং থেকে ১৫ পর্যন্ত দোয়া গুলো ভাল ভাবেশেখা, এবং পূর্ব পাঠের পূনরালােচনা।
বার্ষিক পরীক্ষা
হাদীস শরীফ : ৪১ নং থেকে ৪৫ নং পর্যন্ত হাদীস শরীফ পর্যন্তভাল ভাবে শেখা এবং পূর্ব পাঠের পূনরালােচনা।
আদঃ মাসনূনাহ :
১৬ নং থেকে ২৩ নং দু'আ পর্যন্ত ভাল ভাবেশেখা, এবং পর্ব পাঠের পূনরালােচনা।
বিষয়: আরবী লেখা (লিখিত)
১ম সাময়িক পরীক্ষা
কুরআন মাজীদ : সূরা ইয়াসিনের প্রথম ৪ মুবীন এবং প্রথমজামাতের পঠিত ১১সূরা পূনরালোচনা করা।
আদঃ সলাহ : তাশাহহুৃদ, দুরূদ শরীফ, দু'আয়ে মাসূরা এবং প্রথমজামাতের পঠিত আদইয়ায়ে সলাহগুলাো পূনরালোচনা করা।
২য় সাময়িক পরীক্ষা
কুরআন মাজীদ : সূরা ইয়াছিনের ৫ম মুবীন থেকে শেষ পর্যন্ত,সুরায়ে ওয়াকেয়ার ১নং আয়াত থেকে १৭ নং আয়াত পর্যন্ত এবংপূর্বপাঠের পূনরালােচনা।
আদঃ সলাহ : দুআয়ে কুনুত এবং পূর্বে পাঠের পূনরালোচনা
বার্ষিক পরীক্ষা
কুরআন মাজীদ : সূরায়ে ওয়াকেয়ার শেষ পর্যন্ত চারটি কালিমাএবং পূর্বপাঠের পূনরালোচনা।
আসমাউল হুসনা : আসমাউল হুসনা সম্পর্কিত হাদীস ও আয়াতেকারীমা সহ পূর্ণ আসমাউল হুসনা
এবং পূর্ব পাঠের পূনরালোচনা।
বিষয়: বাংলা (লিখিত)১ম সাময়িক পরীক্ষা
বাংলা : সবরবর্ণ ও ব্যঞ্জনবর্ণর পরিচয়, তৌহিদী ছড়া, স্বর চিহ্নেরপরিচয়, এবং ৩নং পৃষ্ঠা হতে ২০নং পৃষ্ঠা পর্যন্ত ও ৩৭, ৩৮, ৪১,|৪৭ নং পৃষ্ঠা লেখার মাধ্যমে ভালোেভাবে শেখা।
২য় সাময়িক পরীক্ষা
বাংলা : পাঠ্য বইয়ের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের পরিচয়, তৌহিদী ছড়া,সবর চিহ্নের পরিচয় এবং ২১নং পৃষ্ঠা হতে ৩৩ নং পৃষ্ঠা পর্যন্ত ও৩৯, ৪০, ৪২, ৪৮ নং পৃষ্ঠা লেখার মাধ্যমে শখা।
বার্ষিক পরীক্ষা
বাংলা : পাঠ্য বইয়ের ৩৪নং পৃষ্ঠা হতে ৩৬নং পৃষ্ঠা পর্যন্তএবং ৪৩, ৪৪, ৪৫, ৪৬, নং পৃষ্ঠা পর্যন্ত ভালোেভাবে শেখাএবং পূর্ব পাঠের পূনরালোচনা করা।[পূর্ণ বই রিভিশন করা)
বিষয়: গণিত (লিখিত)
১ম সাময়িক পরীক্ষা
গণিত : পাঠ্য বইয়ের ৭নং পৃষ্ঠা হতে ২২নং পূষ্ঠা পর্যন্ত ভালােভাবে
২য় সাময়িক পরীক্ষা
গণিত : পাঠ্য বইয়ের ২৩নং পৃষ্ঠা হতে ৩২নং পৃষ্ঠা পর্যন্তভালােভাবে শেখা এবং পূর্ব পাঠের পূনরালোেচনা করা।
বার্ষিক পরীক্ষা
গণিত : পাঠ বইয়ের ৩৩ নং পৃষ্ঠা হত ৪০ নং পৃষ্ঠা পর্ঠলভালােভাবে শেখা এবং পূর্ব পাঠের পূনরালোেচনা করা।
বিষয় : ইংরেজি
১ম সাময়িক পরীক্ষা ।
ইংরেজী : পাঠ্য বইয়েরঃ- প্রথম থেকে Lesson5 এরশেষ পর্যন্ত লেখার মাধ্যমে শেখা।
২য় সাময়িক পরীক্ষা।
ইংরেজী : পাঠ্য বইয়ের Lesson 6 থেকে Lesson8 (এর শেষ পর্যন্ত লেখার মাধ্যমে শেখা এবং পূর্ব পাঠের পূনরালোেচনা।
বার্ষিক পরীক্ষা :
পাঠ্য বইয়ের Lesson 9 হতে Lesson 11 এর শেষ পর্যন্ত শেখা, এবং পূর্ব পাঠের পূনরালোচনা করা।