এক নজরে এক বতসরের সিলেবাস
বিষয়: কুরআন মাজীদ ও তাজভীদ (মেৌখিক)
১ম সাময়িক পরীক্ষা
কুরআন মাজীদ প্রথম সাময়িক পরীক্ষা হবেনা।
তাজভীদঃ
হরফের পরিচয়, হরফের সহিহ উচ্চারণ, হরকতে সালাসাহ
উদাহরণসহ ১৭ টি মাখরাজ ভালভাবে শেখা, মুরাক্কাবের পরিচয় এবং
যে সকল হরফ মুরাক্কাব হয়না সে গুলাের পরিচয় শেখা।
২য় সাময়িক পরীক্ষা
কুরআনঃ সুরায়ে ফাতিতহা ও সূরায়ে ফিল বিশুদ্ধ উচ্চারণসহ লেখার মাধ্যমে মুখস্থ করা
তাজভীদঃ
মদ্দের হরফ, লীনের হরফ, মদ্দ মােট দশ প্রকার, নূনে সাকিন
তানভীনের কায়দা ইদগাম পর্যন্ত উদাহরণসহ মুখস্থ করা।
বার্ষিক পরীক্ষা।
কুরআন মাজীদ
সুরায়ে কুরাইশ থেকে সূরায়ে নাস পর্যন্ত লেখার মাধ্যমে
বিশুদ্ধরূপে মুখস্থ করা, এবং পূর্ব পাঠের আলোেচনা করা।
তাজভীদঃ
নূনে সাকিন ও মীমে সাকিন তানভীনের কায়দা ইজহার ও ইখফা উদাহরণসহ মুখস্থ করা, এবং পূর্ব পাঠের আলোেচনা করা।
বিষয়: আরবী লেখা (লিখিত)
১ম সাময়িক পরীক্ষা
কুরআন মাজীদঃ
আরবী ২৯ হরফ লেখার ও পড়ার নিয়মে ভালভাবে শিক্ষা
দেওয়া, ১৭ টি মাখরাজের তরতিবে হরকতে সালাসার ১২ সূরত শিক্ষা দেয়া এবং মুরাক্কাবের ৩৩ সুরাত শিক্ষা দেওয়া।
আদইয়ায়ে সলাহঃ
প্রথম সাময়িক পরীক্ষা হবেনা।
২য় সাময়িক পরীক্ষা
কুরআন মাজীদ
মুরাককাব, যজম, তাশদীদ, নূনে সাকিন তানভীন ইত্যাদি
উদাহরণসহ এবং আউজু বিসমিল্লাহসহ সুরা ফাতিহা, সুরা ফিল লেখার
মাধ্যমে শেখা এবং পূর্ব পাঠের আলােচনা করা।
আদইয়ায়ে সলাহ্
ছানা, রুকু সিজদার তাসবীহ, রুকু হতে উঠার তাসবীহ
লেখার মাধ্যমে শেখা
বার্ষিক পরীক্ষা
কুরআন মাজীদঃ
সুরায়ে কুরাইশ থেকে সুরায়ে নাস পর্যন্ত লেখার মাধ্যমে
শেখা এবং পূর্ব পাঠের আলােচনা করা।
আদইয়ায় সলাহ
তাশাহহুদ দুরূদ শরীফ ও দু'আয়ে মাছুরা লেখার
মাধ্যমে শেখা, এবং পূর্ব পাঠের আলােচনা করা।
বিষয়: মাসআলাহ ও আদইয়ায়ে সলাহ (মৌখিক)
১ম সাময়িক পরীক্ষা
মাসআলাহ্ঃ
অজু করার তুরীকা থেকে নামাজের বাহিরে এবং ভিতরে ১৩ ফরজ পর্যন্ত শিখা ও তায়াম্মমের মাসআলাহ আমলী-ভাবে শেখা।
আদইয়ায়ে সলাহ
প্রথম সাময়িক পরীক্ষা হবেনা।
২য় সাময়িক পরীক্ষা
মাসআলাহঃ
নামাজের ওয়াজিব ১৪ টি ও নামাজের সুন্নাতে মুয়াক্কাদা ১২টি ভালােভাবে শেখা এবং পূর্ব পাঠের আলােচনা করা।
আদইয়ায়ে সালাহ্ঃ
তাকবীরে তাহরীমা, সানা, রুকু, সিজদার তাসবীহ,
লেখার মাধ্যমে ভালােভাবে মুখস্থ করা, দুরুদে ইব্রাহিম মুখে মুখে শেখা।
বার্ষিক পরীক্ষা
মাসআলাহ্ঃ
নামাজ ভঙ্গের কারণ সমূহ শেখা এবং পূর্ব পাঠের আলােচনা করা।
আদইয়ায়ে সলাহঃ
তাশাহহুদ দুরূদ ও দু'আয়ে মা'ছুরা ভালাভাবে মুখস্থ
করা, এবং পূর্ব পাঠের আলােচনা করা।
বিষয়: হাদীস শরীফ ও কালিমাহ (মৌখিক)
১ম সাময়িক পরীক্ষা
হাদীস
১নং হাদীস শরীফ থেকে ১২ নং হাদীস শরীফ পর্যন্ত অর্থসহ মুখস্থ করা।
কালিমা
কালিমাহ ত্বয়্যিবাহ, কালিমাতুশ শাহাদাহ, এবং ঈমানে মুজমাল,
অর্থসহ শেখা।
২য় সাময়িক পরীক্ষা
হাদীস শরীফ
১৩ নং হাদীস শরীফ থেকে ২৫ নং হাদীস শরীফ পর্যন্ত
অর্থসহ শেখা এবং পূর্ব পাঠের আলোেচনা করা।
কালিমা
ঈমানে মুফাস্সাল অর্থসহ শেখা এবং পূর্ব পাঠের আলোচনা করা
বার্ষিক পরীক্ষা
হাদীস শরীফ
২৬ নং হাদীস শরীফ থেকে ৩০নং হাদীস শরীফ পর্যন্ত
অর্থসহ ভালোেভাবে শেখা এবং পূর্ব পাঠের আলোেচনা করা।
কালিমা
পূর্ব পাঠের আলোচনা করা।
বিষয়: গণিত (লিখিত)
১ম সাময়িক পরীক্ষা
১ থেকে ১০০ পর্যন্ত অংকে লেখা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, জোড় বিজোড় ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গুলো লেখার মাধ্যমে শেখা এবং ১ থেকে ১০ পর্যন্ত কথায় লেখার মাধ্যমে শেখা।
২য় সাময়িক পরীক্ষা
গণিত ও ১১ থেকে ৫০ পর্যন্ত কথায় এবং যোগ বিয়াোেগ করা
(পৃষ্ঠা নং ১৬-১৯) ও পূর্ব পাঠের আলোচনা করা।
বার্ষিক পরীক্ষা
৫১ থেকে ১০০ পর্যন্ত কথায় শেখা ও ২০ নং পৃষ্ঠা ভালোভাবে শেখা, এবং পূর্ব পাঠের আলোচনা করা।
বিষয়: বাংলা (লিখিত)।
১ম সাময়িক পরীক্ষা
বর্ণঃ
বাংলা বর্ণগুলো লেখার মাধ্যমে শেখা এবং স্বরচিহ্ন গুলো ভালোেভাবে শেখা
শব্দ গঠন
বর্ণ দিয়ে শব্দ গঠন লেখার মাধ্যমে শেখা এবং পাঠ্য বইয়ের
৫০ টি বর্ণের সাথে ৫০ টি শব্দ লেখার মাধ্যমে শেখা।
২য় সাময়িক পরীক্ষা।
বাংলা আ- কার যােগ থেকে ঔ-কার যোগ পর্যন্ত শব্দ গঠনসহ লেখার মাধ্যমে শেখা। (পাঠ্য বইয়ের ১৭ নং পুষ্ঠা থেকে ২১ নং পৃষ্ঠা পর্যন্ত)
এবং পূর্ব পাঠের আলোেচনা করা।
বার্ষিক পরীক্ষা
বাংলা
পাঠ্য বইয়ের ২২ থেকে ২৮ নং পৃষ্ঠা পর্যন্ত এবং পূর্ব পাঠের আলােচনা করা
বিষয়: ইংরেজী (লিখিত)
১ম সাময়িক পরীক্ষা
পাঠ্য বইয়ের Lesson-1, Letter দ্বারা শব্দ ও বাক্য লেখার মাধ্যমে শেখা।
ওয়ার্ড
"A" থেকে "L" পর্যন্ত প্রতিটি Letters দিয়ে ১টি করে Ward গঠন করে অর্থ সহ লেখার মাধ্যমে শেখা।
ইংরেজী বড় হাতের ও ছাোট হাতের Letters গুলো লেখার মাধ্যমে শেখা।
২য় সাময়িক পরীক্ষা
Lesson. 2 থেকে Lesson. 4 পর্যন্ত শব্দার্থসহ লেখার মাধ্যমে ভালোভাবে
শেখা, (পাঠ্য বইয়ের ১৪ নং থেকে ১৯ নং পৃষ্ঠা পর্যন্ত) পূর্ব পাঠের আলোেচনা করা।
বার্ষিক পরীক্ষা
Lesson. 5 থেকে lesson 7 লেখার মাধ্যমে ভালোভাবে শেখা
(পাঠ্য বইয়ের ২০ নং থেকে ২৪ নং পৃষ্ঠা পর্যন্ত)
পূর্ব পাঠের আলোচনা করা